নারীর কোনো বাড়ি নেই, নারীর কোনো ঘর নেই
সমাজে নারীরা অবহেলিত প্রাচীনকাল থেকে হয়ে আসলেও এখনো তেমন কোনো পরিবর্তন আনা সম্ভব হয় নি। মেয়ে মানেই সবার আগে দাসী, ভোগ্যপণ্য, নিরীহ একটি প্রাণী। যাকে দিয়ে সব কাজ করানো যাবে, গায়ে হাত তোলা যাবে, বিয়ে করলে যৌতুক পাওয়া যাবে। মানে সকল কিছুই নারীর থেকে পাওয়া সম্ভব। একজন চাকুরিজীবী নারী ৮-১০ ঘণ্টা অফিস করে এসে ঠিকই বাচ্চা, রান্নাঘর, শশুর-শাশুড়ি, বাবা-মা, স্বামী সবই সামলান। যেটা করতে নারী বাধ্য হয়। তাদের বুঝানো হয়, ‘যারা চুল বাঁধে, তারা রান্নাও করে’। মানেটা খুবই পরিষ্কার অর্থ্যাৎ প্রত্যেকটা নারী বাহিরে যতো বড়ো পদেই কাজ করুক...